পৃথিবীর গোলাবের বুকে চৌধুরী মুঈন উদ্দিনের আত্মজীবনীমূলক সিরিজের প্রথম পর্ব, যেখানে তিনি সাবলিল সুখপাঠ্য ভাষায় তুলে ধরেছেন তাঁর শৈশব, রাজনীতি, সাংবাদিকতা ও নির্বাসনের অভিজ্ঞতা বিশ শতকের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে।
হাজার বছর আগে শিকড়-বিরহের যে সুর উঠেছিল রুমির বাঁশিতে—‘বায জুইয়াদ রোযগর-এ ওসল-এ খেশ’; কী আশ্চর্য, যেন কদিন আগে সেই একই সুর, একই দহনাভূতি নিয়ে গেয়ে উঠলো রবীন্দ্রনাথের তানপুরা—‘তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার!’ বলখ থেকে বাংলা—বোধ করি দুনিয়ার সর্বত্রই ঘরমুখো হৃদয়ের আবেগ এক ভাষাতেই কথা বলে। এই চিরায়ত সত্য পাঠকের চৈতন্যে আরও একবার প্রকটিত করে তুলবে ‘পৃথিবীর গোলাবের বুকে’—চৌধুরী মুঈন উদ্দীনের আত্মজৈবনিক রচনার প্রথম খণ্ড।
প্রায় আট দশকের বর্ণিল-বর্ণাঢ্য জীবন তাঁর। প্রথম খণ্ডের সরস, রোমাঞ্চকর ও সুখপাঠ্য উপস্থাপনায় বিবৃত হয়েছে শৈশবের দুরন্তপনা, বয়ঃসন্ধি ও তারুণ্যের মধুর স্মৃতি, শিক্ষাজীবনের নানা পর্বে ঈর্ষণীয় প্রতিভা ও সাফল্যের গল্প, রাজনীতি-ভাবনা ও জীবনদর্শনের নানামুখী বিবর্তন, পেশাগত জীবনের নাটকীয় দাস্তান, উত্তাল সময়ের সাক্ষী হয়ে মনোজগতে যাপিত টানাপোড়নের ইতিকথা।
আটপৌরে স্মৃতিচারণই শুধু নয়, এ রচনায় দেখা মিলবে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিলোকিত গ্রামবাংলার অপরূপা দৃশ্য। সাতচল্লিশ ও একাত্তরের মধ্যবর্তী ঘটনাবহুল দিনগুলোর সংক্ষিপ্ত অথচ সর্বাঙ্গীন স্কেচ তো বটেই, তৎকালীন পূর্ব বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসকেও দেখার সুযোগ করে দেবে নানা আঙ্গিক থেকে। সরেজমিন অভিজ্ঞতা আর সুদীর্ঘ অধ্যয়ন-গবেষণার সুষম সমাবেশ কখনও বা প্রণোদনা যোগাবে প্রচলিত বয়ানকে ভিন্ন আলোয় দেখার, কখনও প্রশ্নের মুখোমুখি করবে বহুলশ্রুত অনেক গল্প-কেই।
লেখক পরিচিতি
জন্ম ১৯৪৫ সালে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ছিলেন তুখোড় ছাত্রনেতাও; অংশ নিয়েছেন সমকালীন সকল গণতান্ত্রিক আন্দোলনে। কর্মজীবনে ছিলেন পূর্ব-পাকিস্তানের প্রথমসারির দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। সত্তরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তাঁর কলমের তুলিতে সর্বতোভাবে চিত্রায়িত হয়ে এসেছে দেশবাসীর সামনে।
সাহসী ও সংবেদনশীল সাংবাদিকতা তাঁকে এনে দিয়েছে দেশজোড়া খ্যাতি। উপজাত বস্তু হিসেবে এনেছে পেশাগত ঈর্ষাও। মিথ্যা ও অমূলক অভিযোগ মাথায় নিয়ে ছাড়তে হয়েছে প্রিয় মাতৃভূমি। সম্প্রতি ব্রিটিশ সুপ্রিমকোর্ট প্রকাশিত এক রায়ে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের অসারতা এবং বাংলাদেশের বিতর্কিত আইসিটি থেকে জারিকৃত মৃত্যুদণ্ডের ভিত্তিহীনতা।
পাঁচ দশকের প্রবাসজীবনও অক্লান্ত কর্মমুখর। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সামাজিক, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান-সংগঠনের গোড়াপত্তন-বিকাশ তাঁর হাত ধরে। অবদান রেখেছেন কূটনৈতিক অঙ্গনেও। অধুনা অবসরজীবনে নিয়মিত লিখছেন একাধিক জার্নালে।
Prithibir Golaber Buke is the first part of Chowdhury Mueen Uddin’s autobiographical journey, exploring his childhood, politics, journalism, and exile against the backdrop of 20th-century Bengal’s social and cultural history.
Prithibir Golaber Buke (Published in Bengali) by Chowdhury Mueen Uddin ISBN: 978-984-99454-5-1